শিক্ষা

এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগে দু’জন গ্রেফতার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির। এ সময় তাদের কাছ হতে ২টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় ডিএমপির উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মনজির আহমেদ মিশু (মাসুম) হেলপার সাব্বির আহমেদ’ একাউন্ট খুলে ম্যাসেঞ্জারে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা আদায় করে আসছিলো।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ বা নগদ একাউন্টের মাধ্যমে অর্থ গ্রহন করে। এসএসসি পরীক্ষার হুবহু প্রশ্নপত্রের বিশ্বাস সৃষ্টি করে তারা প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরি করে। পরবর্তীতে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রদান করে পরীক্ষর্থীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিতো।
এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *