প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেনকে উসকানি দেওয়া বন্ধ করুন: শেখ হাসিনা

যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না; শান্তি চাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন। তাদের উসকানি দেওয়া বন্ধ করেন।’

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘কোভিডের অর্থনৈতিক অভিঘাত থেকে কেবল আমরা বেরিয়ে এসেছি। এখনই এই যুদ্ধ আর নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা; সকল অগ্রযাত্রা নষ্ট করছে। আমাদের এগিয়ে যাওয়ার পথে দুটি বাধা। একটি করোনা অন্যটি যুদ্ধ। এজন্য বলছি, আমরা যুদ্ধ চাই না, ওই যুদ্ধ চাই না। নিষেধাজ্ঞা চাই না। এগুলো বন্ধ করেন। সকল দেশ স্বাধীন, স্বাধীনভাবে তার চলার অধিকার আছে। এই অধিকার সকল দেশের থাকতে হবে। যুদ্ধ মানুষের ক্ষতি করে।’

এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, ‘যুদ্ধের ভয়াবহতা কী, আমরা জানি।’

যুদ্ধে মেয়ে ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। শিশুদের কী অবস্থা? সেখানে এই শীতের মধ্যে বিদ্যুৎ পায় না। এজন্য আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, ওই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন। তাদের উসকানি দেওয়া বন্ধ করেন।’

উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরাই (আওয়ামী লীগ) পারি দেশের উন্নতি করতে, এটাই বাস্তবতা। আমরা সবসময় চাই বাংলাদেশ এগিয়ে যাক। এখন আরও বিপদ। করোনার সময় আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। কিন্তু যুদ্ধের কারণে আরও সমস্যা দেখা দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *