জাতীয়জাতীয় সংবাদশীর্ষ সংবাদ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৮৭ হাজার ২৩০টি গ্রামের উন্নয়নের জন্য রূপরেখা প্রণয়ন করা হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পল্লী অঞ্চলে উন্নত রাস্তা-ঘাট এবং আধুনিক নগর সুবিধাদি প্রদানের জন্য ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট পেশকালে সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান।
আ হ ম মুস্তফা কামাল বলেন, এই কর্মসূচীর আওতায় কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, যথা গ্রামীণ সড়ক, গ্রোথ সেন্টার এবং হাট-বাজার, গ্রামীণ পানি সরবরাহ, গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা, উপজেলা মাস্টার প্ল্যান, কমিউনিটি স্পেস, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করা, কম্পিউটার ভিলেজ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমের জন্য মোট ৩০টি গাইডলাইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, এছাড়া ‘আমার গ্রাম আমার শহর’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ৩৬টি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। এ কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে ১৫টি পাইলট গ্রামের জন্য প্রকল্প গ্রহণ করা এবং সর্বোপরি ‘রূপকল্প-২০৪১’ ও এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপের মাধ্যমে ৮৭ হাজার ২৩০টি গ্রামের উন্নয়নের জন্য রূপরেখা প্রণয়ন করা হবে।
এছাড়া, কারিগরি সহায়তা প্রকল্পের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে বড় আকারের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *