শিক্ষা

কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে আহবান প্রতিমন্ত্রীর

কর্মমুখী এবং সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
আজ শনিবার রাজধানীর আইডিয়াল কমার্স কলেজ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী  এই আহবান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পুথিঁগত বিদ্যায় নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। জাতির পিতা দেশটাকে স্বাধীন করে সবাইকে স্বাধীন সত্তা দিয়ে গেছেন। উত্তরণের বিভিন্ন  ক্ষেত্র তৈরী করে দিয়েছেন। সেই ক্ষেত্রকে অবলম্বন করেই  আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যক হিসেবে নিজেদের  আতœপ্রকাশ করতে পারছে।
আইডিয়াল কমার্স  কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড.এম এ হালিম পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *