আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন ফখরুল সাহেবরা: নানক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন আপনারা, নির্বাচনের নামে মানুষ হত্যা করছেন আপনারা। আপনার মাথার মধ্যে জ্বালা রয়েছে, ফখরুল সাহেব।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার (২২ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে ‘বিভীষিকাময় ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সেদিন (২১ আগস্ট) খালেদা জিয়া ফেনীতে প্রোগ্রাম দিলেন এবং লবিতে হাঁটতে হাঁটতে ঘড়ি দেখছিলেন— কখন তার কাছে হামলার খবর আসবে। জিয়াউর রহমান পাকিস্তানি গোষ্ঠীর হয়ে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন, তা প্রকাশ করা পেয়েছে যখন তিনি গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন।’
মির্জা ফখরুলকে উদ্দেশ করে নানক বলেন, তিনি নির্লজ্জভাবে বললেন, মানুষ নাকি জ্বলছে। জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছেন আপনারা, নির্বাচনের নামে মানুষ হত্যা করছেন আপনারা। এদেশে বাংলা ভাই, আবদুর রহমানকে অর্থায়ন করে মানুষ হত্যা করছেন আপনারা। ২১ আগস্ট সিরিজ বোমা হামলা চালিয়েছেন আপনাদের তত্ত্বাবধানে। মানুষ জ্বলছে না। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে রয়েছে, মানুষ সুখে রয়েছে শান্তিতে রয়েছে। তিনি কোভিড মোকাবিলা করেছেন। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে তিনি মানুষকে রক্ষা করেছেন৷
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আপনারা বলেন— জ্বলছে, কে জ্বলছে? কোথায় জ্বলছে? জ্বলছেন আপনারা। কারণ, আপনাদের ক্ষমতাটা দখল করা দরকার। মনের জ্বালা আপনাদের আছে, এটি সত্য কথা বলেছেন। মাথার মধ্যে জ্বালা আপনার আছে, ফখরুল সাহেব। আপনি আপনার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না। কারণ, সব নির্দেশনা আসে ওই ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, যাকে যাবত জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থনীতি লুটপাটকারী তারেক রহমানের কাছ থেকে লন্ডন থেকে। সেখান থেকে নির্দেশ দেন, আপনি শুধু ফলো করেন। কাজেই জ্বালা আপনাদের রয়েছে, আপনার রয়েছে। কাজেই বাঙালিকে আর জ্বালাবেন না।’
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বিশেষ আলোচক যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।