‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি গঠন
‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে।
রোববার সেতু বিভাগ থেকে এ কমিটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।
এই কমিটি সুষ্ঠভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে গঠিত সকল উপকমিটির কার্যক্রম সমন্বয় এবং সার্বিক দিক-নির্দেশনা প্রাদান করবে। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার নামেই এই সেতু হবে।