আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে যেকোনও রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। এতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের কোনও আপত্তি নেই। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছি।’
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তার নিজ নির্বাচনি এলাকা আখাউড়া হয়ে কসবা যাওয়ার পথে আখাউড়া রেলস্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির তত্ত্বাবধায়কের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লিখা আছে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।