প্রধানমন্ত্রী

ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল চালু : উদ্বোধনী অনুষ্ঠানে উৎসুক জনতার ভীড়

বহুল প্রতীক্ষার পর আজ বুধবার থেকে মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনীর মধ্য দিয়ে আজ রাজধানী বাসীর স্বপ্নের মেট্রোরেল সত্যিই বাস্তবে রূপ নিল। এর উদ্বোধন হলেও জনসাধারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে উন্মুক্ত হচ্ছে।
এদিকে, আজ দুপুরে তুরাগের দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্প এলাকায় মেট্রোরেল এক নজর দেখতে উত্তরার দিয়াবাড়ি উত্তর স্টেশন (প্রথম) থেকে শুরু করে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভিড় জমিয়েছে উৎসুক জনতা ও সাধারণ মানুষ। একই সাথে উদ্বোধনের পর মেট্রোরেল দেখতে ফুটপাত ও রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য মানুষ।
আজ বুধবার উত্তরার উত্তর স্টেশন দিয়াবাড়িতে সরেজমিন গিয়ে এসব তথ্য জানা যায়। এছাড়া আগারগাঁও স্টেশনেও একই রকম চিত্র দেখা যায়।
আজ সকালে কথা হয় তুরাগের দিয়াবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ও দিয়াবাড়ি মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইনজীবী মো. আরিফুর রহমানের সাথে। তিনি বাসসকে জানান, রাজধানী বাসীর স্বপ্নের মেট্রোরেলের স্বপ্ন পূরণে বিভোর রয়েছি বিগত কয়েক বছর ধরে। আজ বুধবার মেট্রোরেল উদ্বোধন হওয়ায় তুরাগবাসী খুবই পুলকিত ও গর্বিত।
এডভোকেট মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা দিয়াবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। যদি প্রধানমন্ত্রী বেঁচে থাকেন তাহলে দেশ বহুদূর এগিয়ে যাবে। তাই বেঁচে থাকুক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা।’
মেট্রোরেলের উদ্বোধন দেখতে উত্তরার উত্তর স্টেশন এলাকার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অধীর অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার উৎসুক জনতাকে। এসময় শ্লোগানে শ্লোগানে পরিবেশ মুখরিত হয়ে উঠে।
দিয়াবাড়ি মডেল হাইস্কুলের শিক্ষার্থী লামিয়া বাসসকে জানান, ‘আমরা কখনো ভাবতে পারিনি ঢাকায় মেট্রোরেল হবে। মানুষের চলাফেরায় গতি ও যানজটমুক্ত থাকবে। আমরা উত্তরার বাসিন্দা ও শিক্ষার্থীরা আজ বেশ খুশি এবং আনন্দিত। আমরা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’
অপরদিকে, তুরাগের বাসিন্দা শাহনাজ মনির বাসসকে জানান, উত্তরা থেকে মতিঝিল যেতে যানজটের কারণে ২ থেকে ৩ ঘন্টা লেগে যেত। মিরপুর যাতায়াত করতে গেলেও রাস্তায় বেশ সময় লাগতো। মেট্রোরেল চালু হওয়ায় সময় বাঁচবে, কাজের গতিও বেড়ে যাবে।
তিনি বলেন, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা আর সর্বোচ্চ ভাড়া ১শ’ টাকা করা হয়েছে। মেট্রোরেলের মাধ্যমে অল্প টাকায় দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সময় বাঁচবে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিহাল জানান, ‘মেট্রোরেলের গল্প আমি অনেক শুনেছি। এটি খুব দ্রুত চলে, দেখতে অনেক সুন্দর। সে কারণে বাবার সঙ্গে মেট্রোরেল দেখতে উত্তরার উত্তর স্টেশনে এসেছি।’
এদিকে, প্রথম দিনেই দল বেঁধে মেট্রোরেলে ভ্রমণ করবেন বলে আশা প্রকাশ করেছেন উত্তরার বাসিন্দা ফাতেমা শেখ। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের পরিকল্পনা মেট্রোরেল চালু হলে প্রথম দিনেই আমার পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধব মিলে ভ্রমণ করবো। আশা করছি, সকালেই লাইনে দাঁড়িয়ে আশাটা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
অপর দিকে, কালের স্বাক্ষী হয়ে থাকতে কাল বৃহস্পতিবার মেট্রোরেলে ভ্রমণ করতে চায় উত্তরা – তুরাগ ও মিরপুরবাসী। উৎসুক জনতা জানায়, ‘দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের মেট্রোরেল চালু হয়েছে। আমরা কাল বৃহস্পতিবার প্রথম দিনেই দল বেঁধে বেঁধে মেট্রোরেলে মিরপুর টু দিয়াবাড়ী ভ্রমণ করবো। তাই এই শুভক্ষণটি মিস করতে চাই না।’
এদিকে, বুধবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি), মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নুরী, মেট্রোরেল কোম্পানির এমডি এম এন সিদ্দিকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মেট্রোরেলের উদ্বোধনের পর সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে চলবে পুরোদমে। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *