৭ দিনের মধ্যে নিত্যপণ্যের নতুন দাম কার্যকর করা হবে: বাণিজ্যমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে দাম নির্ধারণ করে কার্যকর করাসহ অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা বাধ্যতামূলক করা হবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়তো সাত দিন সময় লাগবে এ কাজে। ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি, যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।’
‘আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে, সেই বাড়াটা যেন যৌক্তিক হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ভোক্তা অধিদফতরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেওয়ার জন্য।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্য, তেল, স্টিলসহ আরও কিছু পণ্যের দাম নির্ধারণ করা হবে। এ ছাড়া ডিমের মূল্যবৃদ্ধির বিষয়টিও বাণিজ্য মন্ত্রণালয় দেখছে। মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়।’