সীতাকুন্ডে বিস্ফোরণে নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে, পাবে ৫০ হাজার করে টাকা
চট্টগ্রামে সীতাকুন্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে।
চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম এ খবর জানান। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো আশরাফ উদ্দিন জানিয়েছেন নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
রোববার দুপুরে ভাটিয়ারি এলাকার বিএম ডিপোর অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের অনেকে হাসপাতালে মরদেহ শনাক্তের পর নিয়ে যেতে চাইছেন। তবে নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ জনেরর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ দুই শতাধিক আহত হয়েছেন।
বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানান, ডিপোর ভেতরের পরিবেশ ভাল নয়। আপনারাও দেখছেন, একটু পর পর কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। পাশাপাশি ধোয়ার পরিমাণও বেশি। তবে ডিপোর লোকজন নেই, তাই কাজ করতে বা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রাসায়নিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
মো. আশরাফ উদ্দীন বলেন, ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ থেকে ২শ জনের একটা বিশেষজ্ঞ দল এসেছে। আশা করছি তারা একটা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমাদের পরিবেশ বিশেষ করে নদী দূষণ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।