রাস্তা-পরিবহনে শৃঙ্খলা না থাকলে উন্নয়ন বৃথা হয়ে যাবে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থে গণপরিবহন ও সড়কে শৃঙ্খলা আনার চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। তিনি বলেন, ‘রাস্তায় যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে, আমাদের উন্নয়ন বৃথা হয়ে যাবে।’
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ২২ ও ২৬ নম্বর রুটে ‘ঢাকা নগর পরিবহন’ এর বাসসেবা চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা ও রাস্তার শৃঙ্খলা— এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সিটি করপোরেশনের বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবাইকে বলবো আমাদের স্বার্থে এই উদ্যোগকে সফল করবেন। জনস্বার্থে সফল করতে হবে।’
উন্নয়নের সুফল জনগণকে পৌঁছে দিতে গণপরিবহনে শৃঙ্খলা আনার গুরুত্ব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই নগরীতে, বাংলাদেশের সড়কে এত স্থাপনা— কোনও কিছুই সত্যিকারের সুফল দেবে না, যদি শৃঙ্খলা না থাকে। রাস্তায় যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে, আমাদের উন্নয়ন বৃথা হয়ে যাবে।’
সড়কে শৃঙ্খলা আনতে দুই মেয়র পরিশ্রম করে চলেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে এ কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম সফল করতে হবে, সহযোগিতা করতে হবে। সেজন্য স্টেকহোল্ডার যারা আছেন— মালিক, শ্রমিক ও পুলিশ বাহিনী সবাইকে আমি (সহযোগিতার) অনুরোধ করবো।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী দিনে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পর্যায়ক্রমে ঢাকা নগর পরিবহনের সব নতুন রুটে নতুন বাস নামানো হবে বলে জানান।
শেখ তাপস বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে (২১ নম্বর যাত্রাপথে) শুরু করেছিলাম। আমাদের কাছে সবচেয়ে প্রতিকূলতা ছিল যে, কী ধরনের বাস আমরা দেবো। সে সময় ১৯ সালের যে বাসগুলো ছিল, সেই বাসগুলো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এবার ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে আমরা একদম নতুন নির্মিত ৫০টি বাস দিয়ে ২২ নম্বর যাত্রাপথ শুরু করছি। এখান থেকে পেছনে যাওয়ার আর সুযোগ নেই। এখন থেকে ঢাকা শহরে নতুন বাস নামবে। কোনও পুরনো বাস নামার আর সুযোগ থাকবে না।’
নগর পরিবহনে সেবার মান ধীরে ধীরে আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলেছেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আমাদেরকে এই তিনটি যাত্রাপথ শুরু করতে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। আমরা আশাবাদী, পরীক্ষামূলক ২১ নম্বর যাত্রাপথ থেকে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সেটার মাধ্যমে আমরা এবার দুটো যাত্রাপথ শুরু করলাম। আগামী নভেম্বরে ২৩ নম্বর যাত্রাপথ আমরা শুরু করতে পারবো। পরবর্তী সময়ে ধাপে ধাপে আমরা ঢাকা শহরের সব যাত্রাপথে নতুন বাস দিয়ে ঢাকা নগর পরিবহনকে একটি সুশৃঙ্খল গণপরিবহন পরিণত করবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘রুট পারমিটবিহীন কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। এক রাস্তার গাড়ি আরেক রাস্তায় চলতে পারবে না।’
অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে নতুন বাস সেবা চালুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির দুই মেয়র নগর পরিবহনের নতুন বাসে চড়ে শুক্রাবাদ যাত্রী ছাউনিতে যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রী ছাউনির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।