ভবিষ্যৎ নেতা হতে কাতারে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ পরামর্শ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতা হওয়ার জন্য তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত ৭টি পরামর্শ তুলে ধরেছেন।
মঙ্গলবার (২৩ মে ২০২৩) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কমপ্লেক্স মিলনায়তনে শিক্ষার্থীদের সামনে বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন। তিনি ‘বাংলাদেশ: আ ডেভেলপমেন্ট মডেল: লার্নিং ফ্রম শেখ হাসিনা’ প্রতিপাদ্যের ওপর বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আমার জীবনের অভিজ্ঞতা ও সংগ্রাম থেকে ভবিষ্যৎ নেতাদের জন্য কয়েকটি পরামর্শ দিতে চাই।
প্রথম-উপযুক্ত মূল্য উপস্থাপন করুন, দ্বিতীয়-আপনার দৃষ্টিভঙ্গিতে মনোনিবেশ করুন, তৃতীয়-আপনার দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করুন, চতুর্থ-উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন এবং পরিবর্তনকারী নির্মাতা হোন, পঞ্চম-আপনার মানুষ ও দলকে বিশ্বাস করুন, ষষ্ঠ-আপনার মাতৃআত্মাকে আহ্বান করুন এবং সপ্তম-নতুন ও ভবিষ্যতকে আলিঙ্গন করুন।’