শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দেওয়ার পরামর্শ ইউজিসি’র

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, চতুর্থ শিল্প-বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবন নিয়ে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার ইউজিসি আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনমূলক শিক্ষা পরিবেশ তৈরির জন্য ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তয়নের ওপর জোর দিতে হবে বলে তিনি জানান।
তিনি চতুর্থ শিল্প-বিপ্লবে বাংলাদেশ যেন নেতৃত্ব দিতে পারে- সেজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি ও রোবটিকস এর মতো ফন্ট্রিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন ।
আলমগীর  আরও বলেন, চতুর্থ শিল্প-বিপ্লব সম্পর্কে স্পষ্ট তৈরি করতে নিয়মিত আন্তর্জাতিক সেমিনার, সভা, সমাবেশ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে। চতুর্থ শিল্প-বিপ্লবের বিষয়টি মাথায় রেখে সরকার দেশে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে।
পাশাপাশি, নতুন সাবজেক্ট অনুমোদনে এ চতুর্থ শিল্প-বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ইউজিসি গুরুত্ব¡ দিচ্ছে।
কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাকছুদুর রহমান ভূঁইয়া।
প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম সেশন পরিচালন করেন। কর্মশালায় কমিশনের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *