আন্তর্জাতিক

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ফ্রান্সে পার্লামেন্টের আগাম নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরআগে প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে টানা তিন-সপ্তাহের প্রচার শেষ করেছে।
ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিতে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ।
এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল ন্যাশনাল র‌্যালি (আরএন) বেশ এগিয়ে রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন।
দেশটির ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট পার্লামেন্টের নি¤œকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *