প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দিলো কোস্ট গার্ড
বন্যা ও দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের সব সদস্যের একদিনের সমপরিমাণ বেতনের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই চেক তুলে দেওয়া হয়।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ কোস্ট গার্ড হতে কন্টিনজেন্ট, বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী কোস্ট গার্ডের পক্ষ থেকে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় বাহিনীর সকল সদস্যের একদিনের সমপরিমাণ বেতনের চেক তুলে দেন।