জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে সংসদে যে সাধারণ প্রস্তাব তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার আয়োজিত সংসদের বিশেষ অধিবেশনে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব তোলেন।
সংসদে প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংসদের অভিমত এই যে, “বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুরূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা–আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্র হবে সুসংহত, শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সকলের জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে, সংবিধানের এ অঙ্গীকারসমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা—এই হোক আমাদের প্রত্যয়।’
প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবের ওপর সংসদে আলোচনা শুরু হয়েছে। শনিবার ও রোববার এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। পরে প্রস্তাবটি গ্রহণ করা হবে।