আন্তর্জাতিক

ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালায়।
ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে শনিবার এই কথা জানিয়েছে।
মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ‘হামলা’ করা হয়েছে উল্লেখ করে অ্যামব্রে জানায়, ‘জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ‘স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাট’ (উপরে ডেক, যার উপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে) এ আগুন লেগে যায়।
ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট  পেয়েছে।
যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’এটি বলেছে, ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল (১৪০ কিলোমিটার) দূরে ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *