ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না
সংসদে যখন আমরা ঘোষণা দেই যে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপির পক্ষ থেকে তখন প্রতিবাদ করা হয়। তারা বলে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভাল না। বিএনপির কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভাল না, কারণ বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না।
অর্থাৎ সারাজীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলতেন, যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক জাতি হব না। আমাদের মাটি আছে, মানুষ আছে, আমরা ফসল ফলাব, নিজের পায়ে দাঁড়াব, নিজের খাবার নিজে জোগাড় করব। আমাদেরও সেই নীতি। কিন্তু ওদের নীতি ছিল একটু ভিন্ন।: প্রধানমন্ত্রী শেখ হাসিনা