প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সৌজন্য সাক্ষাত

দেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে সংসদ নেতা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা, লালমনিরহাট-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এবং রংপুর-৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এইচ এম এরশাদের পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াপ্রধানমন্ত্রী পৃথিবীর যে কোন দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতন্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *