জাতির পিতার জ্যেষ্ঠ তনয় শহীদ শেখ কামালের জন্মদিনে আবাহনী ক্লাব প্রাঙ্গনে ‘শেখ কামাল: উদ্দীপ্ত তারুণ্যের দূত’ শীর্ষক তথ্যবহুল সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর আজ থেকে তা শুরু হয়েছে টিএসসিতে।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় সংবাদচিত্র প্রদর্শনীটি আগামীকাল শেষ হবে। বহুমুখী প্রতিভার অধিকারী প্রাণোচ্ছ্বল শেখ কামালকে নিয়ে স্বাধীনতাবিরোধীদের চালানো অপপ্রচারের জবাব জয়ীতা প্রকাশনীর উদ্যোগে এই তথ্যবহুল সংবাদচিত্র প্রদর্শনীর মাধ্যমে দেওয়া হয়েছে। এই সংবাদচিত্র প্রদর্শনী ধারাবাহিকভাবে কলেজ বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় নিয়ে যাওয়া হবে। আজ টিএসসিতে সেই পরিকল্পনারই প্রথম ধাপ শুরু হলো।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভাইসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রদর্শনীর উদ্বোধন করেন। সবাইকে সবান্ধবে প্রদর্শনী দেখার আমন্ত্রণ রইল।
প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘শেখ কামাল: উদ্দীপ্ত তারুণ্যের দূত’ পাওয়া যাচ্ছে ২০/২১ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ জয়ীতা প্রকাশনীর কার্যালয়ে।
আবাহনী ক্লাব কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জানাই।