করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশেকে মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে ভিয়েতনাম। দেশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মেডিকেল সামগ্রী হস্তান্তর করেছে।
শুক্রবার (২১ আগস্ট) ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেডিকেল সামগ্রী দেশটির পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী ন্যুয়েন কুউক ডাং বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজকে হস্তান্তর করেন।
ভিয়েতনাম সরকার ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্ট্রকে করোনা মোকাবিলায় মেডিক্যাল সামগ্রী উপহার দিয়েছে।