বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়।
এর আগে গত ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ডিজি মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।