সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও চিকিৎসা সেবার সুযোগ দিন দিন বাড়ছে উল্লেখ করে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশেই এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। তবে চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখিতা কমিয়ে আনতে হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২৮ আগস্ট) দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এখনও কোনো কোনো গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার।
আরও পড়ুন : সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের পরলোক গমন
তিনি বলেন, এই খাতের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এবং অনিয়ম দূর করতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব কার্যক্রম এগিয়ে নিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।